সারাদেশ

অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা

  প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৩ , ১০:০৫:৩৮

শেয়ার করুন

ফেনীর ছাগলনাইয়ায় অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। রোববার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে প্রতিবাদী জনতা সংঘবদ্ধ হয়ে এ হামলা চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে ছাগলনাইয়া উপজেলা শহরসহ উপজেলাজুড়ে অতিমাত্রায় লোডশেডিং চলছে। অতিমাত্রায় লোডশেডিংয়ে গ্রাহকরা অতিষ্ঠ। এরই সূত্র ধরে রোববার ইফতারের পর ছাগলনাইয়া শহরে বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিদ্যুৎ কার্যালয়ের সামনে গেলে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর শুরু করেন। এ সময় তারা লোহার গেট, ইলেকট্রিক যন্ত্রপাতি, অফিসের আসবাবপত্র ভাঙচুর করেন। পুলিশ এলে হামলাকারীরা ছটকে পড়েন।

ছাগলনাইয়া বাজারের ব্যবসায়ী মতিন জানান, এখন ঈদের মৌসুম। কেনাকাটার সময়। পুরো দিন বিদ্যুৎ থাকে না। সন্ধ্যার পর বিদ্যুতের আসা-যাওয়ায় আমরা অতিষ্ঠ। লোডশেডিংয়ের কোনো সময় নেই। সারাদিন গড়ে ২/৩ ঘণ্টার বেশি বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না।

মামুন নামের এক বাসিন্দা বলেন, ইফতারের সময় বিদ্যুৎ নেই, নামাজের সময় বিদ্যুৎ নেই। বিদ্যুৎহীনতায় গোসলের সময় পানি পাওয়া যাচ্ছে না, অজুর পানিও পাওয়া যাচ্ছে না। মানুষ আর কত এসব যন্ত্রণা সহ্য করবে। বিদ্যুতের লোডশেডিংয়ের একটি নির্ধারিত সূচি করে দেওয়ার দাবি তার।

ছাগলনাইয়া বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জানে আলম জানান, বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে বিক্ষুব্ধ দুই সহস্রাধিক জনতা বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র, দরজা ও জানালার কাঁচ ভাঙচুর করেন। ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা হয়নি। বিদ্যুতের চাহিদার চেয়ে প্রাপ্তি কম হওয়ায় লোডশেডিং বেড়ে গেছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় জানান, বিদ্যুৎ অফিসে হামলার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পল্লী বিদ্যুৎ থেকে অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান জানান, ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ে স্থানীয়রা হামলা করেছেন বলে শুনেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বলা যাচ্ছে না। ঊর্ধ্বতনদের নির্দেশ অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সারাদেশে লোডশেডিং এর মাত্রা বেড়েছে বলে জানা যায়।সিরাজগঞ্জ,জামালপুর,ময়মনসিংহ,কুমিল্লাসহ বিভিন্ন জেলায় লোডশেডিং হচ্ছে বলে জানা যায়।অতিরিক্ত গরমেও কারন এ সমস্যা হতে পারে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content