প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৩ , ৩:২৬:১৫
বাংলা নববর্ষ পালন ছিলো ‘আনন্দ শোভাযাত্রা’ কিন্তু বর্তমান সময়ে এসে হয়ে গেলো ‘মঙ্গল শোভাযাত্রা’।ঠিক ৩৩ বছর আগে ১৩৯৬-এর বাংলা নববর্ষকে স্বাগত জানাতে সেসময়ের চারুকলা ইন্সটিটিউট, ঢাকা’র ছাত্রদের আইডিয়ায় শুরু হয়েছিলো ‘বৈশাখ উৎসব-১৩৯৬, আনন্দ শোভাযাত্রা’। সেকালে যারা চারুকলায় পড়াশোনা করতেন তারা নিজেরাই চাঁদা এবং নিজ পরিশ্রম দিয়ে এই আয়োজন করেছিল বা করতো। সেই ‘আনন্দ শোভাযাত্রা’ কীভাবে ‘মঙ্গল শোভাযাত্রা’ রূপ পেলো সত্যি তা গবেষণার দাবি রাখে। আবার ৩৩ বছরের এই ‘মঙ্গল শোভাযাত্রা’ কিভাবে বাঙালীর ‘হাজার বছরের ঐতিহ্য’ হয়ে গেল সেটাও গবেষণার দাবি রাখা যেতে পারে !