প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৩ , ৯:৫৮:২৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে আশ্রায়ন প্রকল্পের দুইশ জন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার আমগাঁও ইউনিয়নের ভবলা পুকুরে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ঈদ উপহার হিসেবে প্রত্যেককে এক হাজার দুইশত টাকা মুল্যের চাল, ডাল, সেমাই, চিনি, তেল ও আলু বিতরণ করা হয়। এসব ঈদ উপহার পেয়ে অত্যন্ত খুশি হন আবাসন বাসিরা। এ সময় জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।