সারাদেশ

কক্সবাজারে ইঞ্জিনচালিত নৌকা থেকে ১০ জেলের গলিত লাশ উদ্ধার

  প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৩ , ১১:৫০:৪৯

শেয়ার করুন

গভীর সাগরে মাছ ধরার কাঠের তৈরি একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে ১০ জন জেলের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) বিকালে কক্সবাজারের নাজিরারটেক সৈকত এলাকায় নৌকাটির বরফ রাখার হিমাগার ভেঙে এসব জেলের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ সুপারের নেতৃত্বে দমকল বাহিনী ও পুলিশের উদ্ধার করা জেলেদের মরদেহগুলো পচে গেছে।

জানা গেছে, গভীর সাগরে একে একে মাছ ধরার নৌকায় দস্যুতা করার দায়ে সাগরের অন্যান্য জেলেরা ক্ষুব্ধ হয়ে নৌকাটির সকল দস্যুবেশী জেলেদের মেরে মরদেহগুলো নৌকার বরফ রাখার হিমাগারে আটকে রাখেন। এরপর নৌকাটিই ডুবিয়ে দেন। সেখানেই তাদের মৃত্যু হয়। কিন্তু সেই নৌকাটি ভেসে ওঠায় শেষ পর্যন্ত হতভাগা জেলেদের মরদেহগুলো আজ উদ্ধার করা হয়। ১৯৯৫ সালেও এরকম একটি ভয়াল ঘটনায় ১৪ জেলের লাশ উদ্ধার করা হয়েছিল।

‌কক্সবাজারের পুলিশ সুপার মো মাহফুজুল ইসলাম গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, একটি ভাসমান মাছ ধরার নৌকা সোনাদিয়া দ্বীপের পশ্চিমে সাগরে দেখতে পেয়ে মাছ ধরারত অন্যান্য নৌকার জেলেরা কাছে গিয়ে উৎকট গন্ধ পান। জেলেরা নৌকায় পচা গন্ধ পেলে ভাসমান নৌকাটিকে অন্য দুটি নৌকার জেলেরা মিলে টেনে নিয়ে আসেন।

পুলিশ সুপার জানান, ভাসমান নৌকাটি আজ বিকালে বাঁকখালী নদীর মোহনায় নাজিরারটেক নামক এলাকায় নিয়ে আসা হয়। পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা নৌকাটির বরফ রাখার হিমাগারের পাটাতন ভেঙে একে একে ১০ জেলের গলিত মরদেহ উদ্ধার করেন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content