নাগরিক প্রতিবেদন

গাসিক ৫৬ নং ওয়ার্ডে চতুর্থবারের মতো আবুল হোসেন কে বিজয়ী দেখতে চান এলাকাবাসী

  প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৩ , ১১:৪০:৫৮

শেয়ার করুন

সাবেক টংগী পৌরসভার ৬ নং ওয়ার্ড।একসময় যা ছিলো মফস্বল এখন গাজীপুর মহানগর ৫৬ নং ওয়ার্ড এখন পরিণত হয়েছে অধুনা নগরে। এক ঐতিহাসিক যুগসন্ধিক্ষণের কেন্দ্রভূমিতে ছিলেন একজন মানুষ — আবুল হোসেন।

টানা তিনবার আবুল হোসেনকে জনতা পরিয়েছে বিজয়ের ফুলেল মালা। কার্যত তিনি নিজেই নিজেকে নিজের প্রতিদন্দ্বী করেছেন মাসের পর মাস৷আবুল হোসেন গাজীপুর মহানগরীর ৫৬ নং ওয়ার্ডের উন্নয়নের বরপুত্র হয়ে থাকবেন। ইনি সেই কাপ্তান যিনি শেষ বল পর্যন্ত মাথা উঁচু করে খেলে গেছেন সন্ত্রাস,মাদকদ্রব্য আর ভূমিদস্যুদের বিরুদ্ধে৷
৫৬নং ওয়ার্ড মধ্য আরিচপুর এর একজন বাসিন্দা বলেন আবুল হোসেন এর মতো আত্মমর্যাদাসম্পন্ন সৎ ও নির্ভীক জনসেবক এই ৫৬ নং ওয়ার্ডের রাজনীতিতে খুব বেশি আসে নাই৷
তিনি এই ওয়ার্ডকে আধুনিকায়নে সফলতার সহিত এগিয়ে নিয়েছেন বলে জানা যায়।
রাস্তা-ঘাট,ড্রেনেজ ব্যবস্থাসহ পানি এবং সন্ত্রাস মাদক ব্যবসা বন্ধে তার উল্লেখযোগ্য অবদানের কথা এলাকাবাসি জানান।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content