প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৩ , ১১:০৮:৩৫
গতকাল সিলেটের জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়ন এর দক্ষিণ বিপক গ্রামের রেহান উদ্দিন নামে এক ব্রুনাই প্রবাসীর মৃত্যু হয়েছে বলে জানা যায়।
“ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন”
ব্রুনাই প্রবাসী মৃত রেহান, গত পরশু বাসার পাশে একটা জলাশয়ে মাছ ধরতে গিয়েছিলেন বলে জানায় একজন। সেখানে জলাশয়ে থাকা কুমির তাকে ধরে নিয়ে যায়।
স্থানীয় ফায়ার সার্ভিসের লোক এসে কুমির থেকে উদ্ধারের চেষ্টা চালায়।কিন্তু অবশেষে বাধ্য হয়ে কুমিরটি কে মেরে রেহান উদ্দিন এর শরীরের অর্ধেক উদ্ধার করতে সক্ষম হয়।বাকি অর্ধেক কুমির খেয়ে ফেলে।