প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৩ , ১১:২৬:৪০
গাজীপুরের টঙ্গীতে পলিথিনের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টায় টঙ্গীর পূর্ব থানার রেলস্টেশনের পাশে ওয়েস্টেজ পলিথিনের গুদামে আগুন লাগে।
টঙ্গী ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর জয় হাসান জানান, মঙ্গলবার রাত ১১টা ২৫ মিনিটে টঙ্গীর পূর্ব থানার রেলস্টেশনের পাশে ওয়েস্টেজ পলিথিনের গুদামে আগুন লাগার খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে।আগুন লাগার খবর শুনে দ্রুত ছুটে যান গাজীপুর সিটি কর্পোরেশন ৫৬ নং ওয়ার্ডের সাবেক ও বর্তমান কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোঃ আবুল হোসেন।
টঙ্গী ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় প্রায় আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।