প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৩ , ১০:০৩:৩০
নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, সোমবার কৈলাইল ইউনিয়নের মাতাবপুর গ্রামে নিজের ঘাসের জমি থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হাশিম শেখ (৬৫) ওই গ্রামের মৃত তজুমদ্দিন শেখের ছেলে।
নিহতের ছেলে আরিফ জানান, বাড়ি থেকে একটু দুরে তাদের ঘাসের জমি। প্রায় দিনই জমি থেকে ঘাস চুরি হতো।
“আজ জমিতে ঘাস কাটতে গিয়ে বাবা আর ফিরে আসেনি। পরে দুপুরের একটু আগে স্থানীয়রা বাবার গলাকাটা লাশ দেখে আমাদের খবর দেয়।”
আরিফ বলেন, তার বাবার সঙ্গে কারো পূর্ব বিরোধ ছিল না। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তিনি জানেন না।
ওসি সিরাজুল জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবার সন্ধ্যায় অজ্ঞাতদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে বলে তিনি জানান।