প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৩ , ৪:৩৫:৫৫
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে রিজভী আহমেদ মুক্তিসংগ্রাম পরিষদ।
আজ শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ মিছিল হয়।
সংগঠনের আহ্বায়ক সঞ্জয় দে রিপন, সদস্যসচিব মো. শিপন খান ও যুগ্ম আহ্বায়ক মুফতিজুল কবীর কিরণের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাদল, যাত্রাবাড়ী থানা বিএনপির নেতা মিজানুর রহমান তপন, এস এম সোহেল, মো. আমান মিয়া, কেন্দ্রীয় জাসাস নেতা নাসিম সরকার পাপ্পু, আনোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা ননী গোপাল রায়, দক্ষিণ স্বেচ্ছাসেবক দল নেতা সম্রাট আহমেদ, কোতোয়ালি থানা যুবদল নেতা মো. আল আমিন, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দল নেতা মো. মুন্না, আরিয়ান শান্ত, মাহিবুর রহমান নয়ন, সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক দল নেতা রাকিবুর রহমান তাওসিফ, সোহানুর রহমান সোহান, মো. অভি প্রমুখ নেতা।
পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী আহমেদ মুক্তিসংগ্রাম পরিষদের আহ্বায়ক সঞ্জয় দে রিপন ও সদস্যসচিব মো. শিপন খান অবিলম্বে খালেদা জিয়া ও রুহুল কবির রিজভীর মুক্তির দাবি জানান।