খেলাধূলা

বিশ্বকাপ মিশনে বাংলাদেশের ২৪ ক্রিকেটার

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৩ , ১০:১১:২৭

শেয়ার করুন

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আর কয়েক মাস পরই। আসন্ন বিশ্বকাপের জন্য এখন থেকে দল সাজাতে পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন বিশ্বকাপের জন্য ২৪ জন ক্রিকেটারের পুল তৈরি করেছে বিসিবি। সেখানে কারা থাকবেন এই ব্যাপারেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

গতকাল বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমের মুখোমুখি হলে তার কাছে জানতে চাওয়া হয় বিশ্বকাপের ভাবনায় গড়ে তোলা সেই পুলে রিয়াদ থাকছেন কি না। এমন প্রশ্নে নান্নু একটি ঘুরিয়েই বললেন, ‘১ জন না ২৪ জন খেলোয়াড় নিয়ে পুল করা হয়েছে। সুতরাং এখানে পার্টিকুলার কেউ না যারা আছে সবাইকে বিশ্বকাপের জন্য মনিটরিং করা হচ্ছে।’

অপরদিকে ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে থাকা নাঈম শেখ রয়েছেন কি না এই পুলে এমন প্রশ্নে নান্নু বলেন, ‘নাইম শেখ অবশ্যই ভালো করছে। এইচপিতে ছিল সামনে এ টিমের সিরিজ আছে। অনেক খেলোয়াড়ই ভালো পারফর্ম করছে। এদেরকে ভালো করে মনিটরিং করা হচ্ছে এবং আমাদের পুলের যে ২৪ জন খেলোয়াড় আছে এদের মধ্যে অবশ্যই ও (নাঈম) থাকবে।’

২৪ জন পুলের এই তালিকায় জাতীয় দল থেকে বাদ পড়া ও তরুণ পরীক্ষিত পারফর্মাররাও রয়েছে এমন আভাসই দিয়েছেন প্রধান নির্বাচক। অভিষেকের অপেক্ষায় থাকা মৃত্যুঞ্জয়ের ব্যাপারে নান্নু বলেন, ‘এখানে আমাদের কিছু নাম্বার অব পেস বোলারদের জন্য একটা পুল করেছি। যেখানে পেসারদের মধ্যে ১০ জন রয়েছে, তাদের মধ্যে মৃত্যুঞ্জয় রয়েছে। সেখান থেকে তাকে এবারের সিরিজে যুক্ত করা হয়েছে। আশা করছি টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করে আরো উন্নতি করতে পারবে সে।’


শেয়ার করুন