প্রবাসীদের কথা

মালয়েশিয়াতে তরুন প্রবাসীর করুন মৃত্যু

  প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৩ , ৩:৫৮:২৬

শেয়ার করুন

এক প্রবাসী ভাইয়ের লিখা,

মালয়েশিয়াতে তরুন প্রবাসীর করুন মৃত্যু।
প্রবাসের মৃত্যু বেদনাদায়ক কিন্তু এরকম মৃত্যু সকল বেদনা কে ছাড়িয়ে যায়। মাত্র ১৯ বছর বয়সে পরিবারের মুখে হাসি ফোটাতে। ৫ লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়াতে এসেছিলো মাএ দুই মাস আগে যশোরের মনিরামপুর উপজেলার ১০নং মশ্বিমনগর ইউনিয়নের চাকলা ভরতপুর গ্রামের মোঃ রাহুল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মালয়েশিয়া প্রবাসী জীবন শুরু করার আগেই কাজের সাইডে দুর্ঘটনায় আহত হয়ে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।
হাজার মধ্যবিত্ত গ্রামের প্রবাসীদের জীবনের গল্পের মত এই প্রবাসীর বিদেশে আসার গল্প। মায়ের গহনা বিক্রি এবং হালের গরু বিক্রি ধানের জমি বন্ধক রেখে বাকি টাকা ঋণ করে মালয়েশিয়ায় এসেছে এই প্রবাসী। খুবই পোড়া কপাল এই প্রবাসীর সামান্য পরিমাণ ঋণের টাকা শোধ করতে পারে নাই। তার আগেই পরোপাড়ে পাড়ি জমিয়েছে বাংলাদেশের এই রেমিটেন্স যোদ্ধা। আমাদের প্রবাসীদের প্রবাসে আসার জন্য মা-বাবার ঋণের টাকা পরিশোধ এর আগে আমাদের মৃত্যু দিও না। আমাদের মৃত্যুর আমাদের মাতৃভূমি বাংলাদেশে নসিব করুন। প্রবাসের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মৃত্যু থেকে আমাদের সকল প্রবাসীকে হেফাজত করুন।

দৈনিক হক কথা মেইল এ

C


শেয়ার করুন