প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৩ , ৪:২০:২০
রাজধানী ঢাকার নিউমার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে একে একে ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরো ১০টি ইউনিট।
সভাশেষে বিস্তারিত তুলে ধরে সাধন চন্দ্র মজুমদার বলেন, সভায় আসন্ন বোরো সংগ্রহ-২০২৩ মৌসুমে ৪ লাখ টন ধান, সাড়ে ১২ লাখ টন সিদ্ধ চাল এবং ১ লাখ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অভ্যন্তরীণ সংগ্রহ ৭ মে শুরু হবে। আর তা চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
ধান ও চালের সরকারি দর নির্ধারণের বিষয়ে তিনি বলেন, প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। এছাড়া সিদ্ধ চাল ৪৪ টাকা এবং গম ৩৫ টাকায় কেনা হবে।
২০২২ সালে বোরো সংগ্রহ মৌসুমে ধান, চাল ও গমের মূল্য ছিলো যথাক্রমে ২৭ টাকা, ৪০ টাকা এবং ২৮ টাকা।