প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৩ , ১:২৩:৫৫
অবৈধভাবে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, সরবরাহ ও বিক্রি করলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হবে। এমন বিধান রেখে নতুন একটি আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
১০ এপ্রিল, সোমবার জাতীয় সংসদে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, বেশি মুনাফার আশার অবৈধভাবে খাদ্য মজুত করলে যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। অর্থের পরিমাণ আদালত নির্ধারণ করবে।
তবে অভিযুক্ত ব্যক্তি যদি প্রমাণ করতে পারেন যে, লাভের আশায় তিনি মজুত করেননি, তাহলে সর্বোচ্চ তিন মাস কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে।
এছাড়া ভেজাল খাদ্যদ্রব্য, লাইসেন্স ছাড়া বা মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের মাধ্যমে পণ্য বিক্রি করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
এই আইন কেউ লঙ্ঘন করলে তার শাস্তি হবে ভ্রাম্যমাণ এবং নিরাপদ খাদ্য আদালতে।
এর আগে গত বছর ১৯ এপ্রিল আইনটি মন্ত্রিসভায় উত্থাপন করলে নীতিগত অনুমোদন দেওয়া হয়।