বিনোদন

এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরের অজানা তথ্য

  প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৩ , ৪:০৭:২১

0Shares

শেয়ার করুন

  1. শাবনূরকে বলা হয়ে থাকে বাণিজ্যিকলক্ষ্মী তারকা।আমরা জানি,শাবনূরের মিডিয়াতে অভিষেক হয়নি কোন শিশু শিল্পী কিংবা লাক্স তারকা হিসেবে।শাবনূরের অভিষেক হয়নি কোন স্বনামধন্য প্রতিষ্ঠানের হাত ধরে।শাবনূর সেই নায়িকা যার মিডিয়াতে অভিষেক হয়েছিল কিংবদন্তী পরিচালক এহতেশামের হাত ধরে,সরাসরি অভিনয় করেছিলেন একক নায়িকা চরিত্রে।১৯৯৩ সালে ফ্লপ সিনেমা দিয়ে শাবনূরের অভিষেক হলেও ১৯৯৪ সাথে শাবনূরের ঝুলিতে একটাও ফ্লপ সিনেমা ছিলো না যা শাবনূরের জন্য একটি রেকর্ড ছিলো।এমনকি,শাবনূর তার তৃতীয় ছবি দিয়ে দর্শক জরিপে পুরস্কার পাওয়া শুরু করেছিলেন।শুধু তাই নই,শাবনূর সেই নায়িকা যে ক্যারিয়ারের মাত্র দুই বছরের মাথায় বাংলাদেশের দ্বিতীয় সর্ব্বোচ্চ ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছিলেন।শাবনূর সেই নায়িকা যে তার ক্যারিয়ারের মাত্র তিন বছরের মাথায় এক বছরের ভিতরে তিনটা_ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছিলেন।

শেয়ার করুন

0Shares