প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৩ , ১০:৪৮:৫৭

গাজীপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম সরকারকে(২৫) সোমবার রাতে কালিয়াকৈরের পূর্বচান্দরা গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
এ সময় গাজীপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম সরকার এর গ্রেফতারের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন গাজীপুর জেলা ছাত্রদল।
মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সদস্য মাকসুদা মনি, গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোঃ সোহাগ হোসেন গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জিয়াউল করিম রিফাত মোড়ল , সাবেক গাজীপুর জেলা ছাত্রদলের সহ যোগাযোগ সম্পাদক আরিফ সরকার সহ ছাত্রদলের অসংখ্য নেতা কর্মীরা।
ছাত্রদলের নেত্রী মাকসুদা মনি “হক কথা” কে বলেন – সরকার ছাত্রদলের অসংখ্য নেতা কর্মীদের নামে মিথ্যা গায়েবি বানোয়াট মামলা দিয়ে, বিএনপি কে আন্দোলন সংগ্রাম থেকে দূরে সরিয়ে রাখার বৃথা চেষ্টা করে যাচ্ছে। গনতন্ত্র পূর্ন উদ্ধারের জন্য, দেশ ও জনগণের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের নেতা আমাদের অভিভাবক আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান এর নির্দেশে রাজপথে ছিলাম, আছি থাকবো ইনশাআল্লাহ।
শাহিনের পরিবারের সাথে কথা বলে জানা যায়- শাহীনের নামে কোন মামলা ছিলো না, গ্রেফতারের এর পর মৌচাক থানার মামলায় অজ্ঞাতদের নামে শাহীনের নাম দেওয়া হয়।

















