সারাদেশ

চলন্ত অটোরিক্সায় আগুন পাঁচজন দগ্ধ

  প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৩ , ১১:২৪:৩১

শেয়ার করুন

চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকায় চলন্ত অবস্থায় একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

সোমবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

অটোরিকশার সিলিন্ডারের নজল খোলা থাকায় গ্যাস লিকেজ থেকে আগুন ধরে যায় বলে জানিয়েছেন বাকলিয়া থানার ওসি আবদুর রহিম।

দগ্ধরা হলেন- কর্ণফুলী উপজেলার উত্তর শিকলবাহা গোদার পাড় এলাকার বিলকিস (২৮), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (৮) ও কাইনাত (৩)।

পুলিশ সূত্র জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে একই পরিবারের পাঁচজন সদস্যকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি শাহ আমানত সেতু পার হয়ে শহরের দিকে আসছিল। এ সময় হঠাৎ করে আগুন ধরে গেলে অটোরিকশাটি সড়কের প্রায় মাঝখানে থেমে যায়। আরোহীরা তাদের প্রাণ বাঁচাতে শোর-চিৎকার করে। স্থানীয়রা এগিয়ে গিয়ে একই পরিবারের পাঁচজনকে দগ্ধ অবস্থায় দ্রুত অটোরিকশা থেকে বের করে আনেন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content