জাতীয়

জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলার ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৩ , ৭:১৬:৩৩

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির স্বেচ্ছাসেবী অনলাইন সংগঠন জিয়া সাইবার ফোর্সের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল, সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খাঁন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, ফ্লাইট লেফটেন্যান্ট অবঃ ড. মুহাম্মদ হারুনুর রশিদ ভূইয়া। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, জিয়া সাইবার ফোর্সের সিনিয়র সহ-সভাপতি কেএম হারুন, সহ-সভাপতি হারুন অর রশিদ মজনু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিউল ইসলাম তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদুল হক, জিয়া সাইবার ফোর্সের ঢাকা জেলার উপদেষ্টা মোস্তাফিজুর রহমান সহ প্রমুখ।

এ সময় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, মোঃ মোশাররফ হোসেন ও সঞ্চালনা করেন মাসুদ রানা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রচার প্রচারণায় জিয়া সাইবার ফোর্সের ভূমিকা নিয়ে বক্তারা কথা বলেন। সবশেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়ার মধ্যে দিয়ে শেষ করা হয়। উল্লেখ্য, শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকার জালাল প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত ফ্যান্টাসি কর্ণার চাইনিজ এন্ড থাই রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content