ভারতে তীব্র গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও অন্তত ৫০ জন গরমের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৬ এপ্রিল) মহারাষ্ট্র রাজ্যের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে।
মহারাষ্ট্রের নাভি মুম্বাই নামক এলাকায় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে ছাড়াও উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভারতে তীব্র গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও অন্তত ৫০ জন গরমের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৬ এপ্রিল) মহারাষ্ট্র রাজ্যের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে।
মহারাষ্ট্রের নাভি মুম্বাই নামক এলাকায় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে ছাড়াও উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি- নাভি মুম্বাইয়ের খোলা ময়দানে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে তীব্র গরমের মাঝেই হাজার হাজার মানুষ সমবেত হয়। এমনকি ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার পরও মাথার উপরে কোনো ছাউনির ব্যবস্থাও ছিল না। পরে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠান চলাকালে তীব্র গরমে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়।
এদিকে, ঘটনার পর আহতদের দেখতে হাসপাতালেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। ওই সময় তীব্র গরমে ১১ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দেন তিনি।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ