রাজধানীর সবুজবাগ থানার আহমদবাগ এলাকায় নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে মো. ফারুক হোসেন(২০) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।
বুধবার বেলা পৌনে বারোটার দিকে এ ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) বিমলচন্দ্র পাল। তিনি ঢাকা পোস্টকে বলেন, সকালের দিকে নির্মাণাধীন ভবনের ১০ তলায় কাজ করছিলেন ফারুক হোসেন নামে এক নির্মাণ শ্রমিক। পরে অসাবধানতাবশত দশ তলা থেকে সে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু যায়।
পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠাই।
তিনি আরও বলেন, বর্তমানে সে ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন। তার বাড়ি গাইবান্ধা জেলার সদর থানার পেয়ারাপুর গ্রামে। সে ওই এলাকার আমিরুল ইসলামের ছেলে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ