ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। এতে বঙ্গবন্ধু সেতুতে স্বাভাবিকের চেয়ে টোল আদায় বেড়েছে প্রায় দ্বিগুণ। একদিনেই আদায় হয়েছে দুই কোটি টাকা।
বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, স্বাভাবিক সময় সেতুতে এক থেকে দেড় কোটি টাকার মতো টোল আদায় হয়ে থাকে। তবে ঈদ যত ঘনিয়ে আসছে যানবাহনের চাপ ততো বাড়ছে।
“সোমবার সকাল ৬টাকা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সেতুর উপর দিয়ে ছোট-বড় ২২ হাজার ৪৮৫টি যান পারাপার হয়েছে। আর টোল আদায় হয়েছে দুই কোটি নয় লাখ ৬৪ হাজার ৫০০ টাকা।”
তিনি আরও জানান, বঙ্গবন্ধু সেতু-পূর্ব টাঙ্গাইল অংশে ১১ হাজার ৫৫৮টি যানবাহন পারাপার হয়েছে। আর টোল আদায় হয়েছে এক কোটি তিন লাখ ১৬ হাজার টাকা।
অন্যদিকে সেতুর পশ্চিম সিরাজগঞ্জ অংশে ১০ হাজার ৯২৭টি যানবাহন পারাপার হয়েছে। আর টোল আদায় হয়েছে এক কোটি ছয় লাখ ৬২ হাজার ৯০০ হাজার টাকা।
ঘরমুখো মানুষের ভোগান্তি রোধে সিরাজগঞ্জ অংশে ৯টি এবং টাঙ্গাইল অংশে ১১টি বুথ কাজ করছে বলেও জানান নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ