রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সংলগ্ন জুয়েলারি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে মার্কেটের দ্বিতীয় তলায় লাগা আগুন ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দোকানিরা।
সোমবার (১৭ এপ্রিল) বেলা ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সির্ভিল ডিফেন্সের ডিউটি অফিসার এ খবর জানিয়েছেন।
তিনি জানান, মার্কেটের দ্বিতীয় তলায় একটি জুয়েলারি দোকানে ২টা ৫২ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। তবে তারা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ