সারাদেশ

বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

  প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৩ , ১২:৪৮:৫০

0Shares

শেয়ার করুন

ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের তালতলা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

শুক্রবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

ওসি বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content