ইদানীং প্রায় সব বাচ্চারই মোবাইল ফোনের নেশা! সংসার-অফিসের চাপে চিরেচ্যাপ্টা মা বেচারিও আর কী করবেন! বাচ্চাকে মোবাইল দিয়ে নিজের কাজ গুছিয়ে নেন! বাচ্চাও খুশ, মা-ও শান্তিতে! কিন্তু মোবাইল গেম খেলতে খেলতেই যা কাণ্ড ঘটাল খুদে, মাকে খোয়াতে হল লক্ষ লক্ষ টাকা
।
ঘটনাটি আমেরিকার ম্যাসাচুসেটস-এর। জেসিকা নুন তাঁর একরত্তি মেয়ে লিলা ভারিসকো-কে মোবাইলটি দিয়েছিল গেম খেলতে। সেই ফাঁকে মা নিত্য কিছু কাজ সারতে বাইরে বেরিয়েছিলেন। শান্তিতে ছিলেন, মেয়ে মোবাইল নিয়ে ব্যস্ত আছে। কিন্তু শিশু এ দিকে কী কাণ্ড ঘটাচ্ছে, তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। বলা বাহুল্য, মায়ের শান্তি বেশিক্ষণ টিকল না। মা দেখলেন, মেয়ে ৩ হাজার ডলারেরও বেশি টাকার অনলাইন শপিং করে ফেলেছে। জেসিকার ভাষায়, '' আমি অ্যামাজন-এর অর্ডার হিস্টরি খুলে দেখি মেয়ে ১০টি খেলনার মোটোরসাইকেল, একটি খেলনার বড় জিপ আর ১০ জোড়া কাউবয় বুট কিনে ফেলেছে। বুটগুলো আবার ৭ নম্বর সাইজের।''
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ