প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ১২:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৩, ৫:৩২ অপরাহ্ণ
সুদান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত
সুদান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রায় দেড় হাজার বাংলাদেশি বর্তমানে সুদানে আছে বলে সরকার ধারণা করছে।ম
মঙ্গলবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান, সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। খারতুমে বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে এই বার্তা সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে প্রচার শুরু করেছে।
তিনি বলেন, 'আইনশৃংখলা পরিস্থিতির ওপরে নির্ভর করবে, কিভাবে কোন পদ্ধতিতে তারা যাত্রা করবেন। সবাইকে দূতাবাসের নির্দেশনা মেনে রেজিস্ট্রেশন এবং প্রয়োজনীয় কাজ করার অনুরোধ করছি।'
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'বাংলাদেশের সাংবাদিকদের অনুরোধ করছি দূতাবাসে যোগাযোগ না করার জন্য। কারণ সবাই ব্যস্ত এবং রুটগুলো নিরাপত্তার খাতিরে না জানানোই ভালো। আমরা সবার সহযোগিতা কামনা করছি।'
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ