বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উক্ত কমিটির অনুমোদন করেন।
বিএনপির কেন্দ্রীয় দপ্তরের ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরাণ সালেহ প্রিন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ইতোপূর্বে এস এম জিলানীকে সভাপতি এবং রাজিব আহসানকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। ঘোষিত আংশিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারাসহ ২৫১ জন সদস্যের মধ্যে ২১৩ জন সদস্যের নাম ঘোষণা করা হলো। বিভাগীয় পদসহ বাকি পদ পরবর্তীতে ঘোষণা করা হবে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ