প্রতিনিধি ১৪ মে ২০২৩ , ৯:৩৩:৩৮
বাসা পরিবর্তন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তরার বাসা ছেড়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসের পাশের একটি বাসায় উঠেছেন তিনি।
শনিবার (১৩ মে) দলীয় সূত্রে বিএনপি মহাসচিবের বাসা বদলের এ খবর জানা গেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি মহাসচিবের স্ত্রী অসুস্থ। তার চিকিৎসার বিষয়টি বিবেচনায় নিয়ে মির্জা ফখরুল ইসলাম বাসা পরিবর্তন করেছেন। তাছাড়া মহাসচিবকেও প্রায় সময় দলীয় কাজে ব্যস্ত থাকতে হয়। উত্তরা থেকে যানজট পাড়ি দিয়ে প্রতিদিন আসা-যাওয়া তার জন্য সমস্যাই ছিল।
প্রসঙ্গত, এক যুগের বেশি সময় ধরে উত্তরায় বসবাস করে আসছেন বিএনপি মহাসচিব। এর আগে, ঢাকা মহানগর বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের কমিটি গঠনকে কেন্দ্র করে একাধিকবার মির্জা ফখরুলের উত্তরার বাসায় ইট-পাটকেল নিক্ষেপ করার মতো ঘটনাও ঘটেছে।