সারাদেশ

খুলনায় শ্রমিক দলের মে দিবসের র‍্যালিতে পুলিশের লাঠিচার্জ

  প্রতিনিধি ১ মে ২০২৩ , ১০:০৮:৪৪

শেয়ার করুন

খুলনা মহানগর ও জেলা শ্রমিক দলের মে দিবসের র‍্যালিতে পুলিশ লাঠিচার্জ করেছে। সোমবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর স্টেশন রোডে পুলিশের বাধায় র‍্যালিটি পণ্ড হয়ে যায়। এ সময় খুলনা মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি ও সদস্য ইসলাম খলিফাকে আটক করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে দুপুরে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করেছে বিএনপি।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন নগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, শ্রমিক নেতা মজিবর রহমান ও উজ্জ্বল কুমার সাহা।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, মে দিবস উপলক্ষ্যে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ ও র‍্যালির আয়োজন করে নগর ও জেলা শ্রমিক দল। বিষয়টি ৭ দিন আগে খুলনা মেট্রোপলিটন পুলিশকে অবহিত করা হয়। আজ অন্যান্য শ্রমিক সংগঠন, প্রতিষ্ঠান কর্মসূচি পালন করবে, অথচ শ্রমিক দল করতে পারবে না। বিএনপি একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে অধিকার আছে রাজনৈতিক কর্মকাণ্ড পালন করার। অথচ আজ সকাল থেকে বিএনপি অফিসের প্রবেশদ্বারে শত শত পুলিশ মোতায়েন করা হয়। দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের আসতে বাধা দেওয়া হয়েছে। পরে খুলনা রেল স্টেশন রোডে শ্রমিক দলের র‍্যালিতে পুলিশ লাঠিচার্জ করেছে। একই সঙ্গে শ্রমিক দলের দুই নেতাকে আটক করা হয়েছে। পুলিশের লাঠিচার্জে বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, যেখানে শ্রমিকদের অধিকার আদায়ের দিনে কর্মসূচি পালন করা যায় না, সেখানে এই সরকারের অধীনে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে কীভাবে অংশ নেবে বিএনপি। কোনোভাবেই সম্ভব নয়।


শেয়ার করুন