নির্বাচন

গাজীপুরে এগিয়ে জায়েদা খাতুন

  প্রতিনিধি ২৫ মে ২০২৩ , ১:১৪:৪৫

শেয়ার করুন

বড় কোনো সংঘাত ছাড়াই শেষ হয়েছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। এতে মেয়র পদে এখন পর্যন্ত এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন (টেবিল ঘড়ি)। ১০১ টি কেন্দ্রের ফলাফলে তিনি ভোট পেয়েছেন ৫০,৪০৭ টি। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লাহ খান (নৌকা মার্কা) পেয়েছেন ৪৩,০৯৭ ভোট। সরকার শাহনুর রহমান (হাতি মার্কা) পেয়েছেন ৮,১৩৯ ভোট। এ সিটিতে মোট কেন্দ্র রয়েছে ৪৮০টি।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সকালে কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে থাকে। এছাড়া নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া যায়। জাল ভোট দিতে গিয়ে আটক হয়েছেন নৌকার একজন সমর্থক। অনিয়মের জন্য আটক করা হয়েছে আরও দু’জনকে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content