সারাদেশ

গাজীপুরে বিজয়ী মেয়র জোবায়দাকে অভিনন্দন জানায় আসিফ

  প্রতিনিধি ২৭ মে ২০২৩ , ১১:১৭:২৮

শেয়ার করুন

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবার। গানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব গায়ক। প্রায় সময়ই নানান ইস্যুতে ভক্তদের সঙ্গে নিজের মতামত শেয়ার করেন তিনি। এবার গাজীপুরের মেয়র নির্বাচন নিয়ে কথা বলেন আসিফ।

শুক্রবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি শেয়ার করে সাবেক মেয়র জাহাঙ্গীরের মা জায়েদা খাতুনের বিজয়ে অভিনন্দন জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।
দৈনিক হক কথা’র পাঠকদের জন্য আসিফের পোস্টটি নিম্নে হুবহু তুলে ধরা হলো-

আসিফ লিখেছেন, ‘মজলুমের সব বিজয় সবসময় দিক-নির্দেশনার চিহ্ন রেখে যায়। মজলুম প্রতিবাদী না হলে নিজের চরিত্র হারিয়ে ফেলে। একজন মায়ের বিজয় হয়েছে, আর এভাবেই ইতিহাসগুলো নতুনভাবে রচিত হয়।

অভিনন্দন গাজীপুরের নবনির্বাচিত নগরমাতা শ্রদ্ধেয় মিসেস জায়েদা খাতুন, আপনি একজন কাচকাটা হীরা, গাজীপুরের আম্মাজান’।

সবশেষে আসিফ লেখেন, ‘আপনার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি। অভিনন্দন প্রিয় গাজীপুরবাসী। ভালোবাসা অবিরাম’।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content