প্রতিনিধি ৭ মে ২০২৩ , ১০:০৬:৫৮
সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট আগে পরীক্ষার হলের চলন্ত ফ্যান খুলে পড়েছে তিন শিক্ষার্থীর ওপর। এসময় তিন শিক্ষার্থী আহত হয়েছে। আহত তিন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন।
রোববার (৭ মে) সকাল ৯টা ৪০ মিনিটে সিরাজগঞ্জ শহরের হাজী আহমাদ আলী আলিয়া কামিল এম.এ মাদরাসা কেন্দ্রে এসএসসি ও সমমানের সাধারণ গণিত পরীক্ষায় এ ঘটনা ঘটে। আহত তিন শিক্ষার্থী সদর উপজেলার চিলগাছা দাখিল মাদরাসার শিক্ষার্থী।
কেন্দ্র সচিব ও আলোকদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মডেল মাদরাসার অধ্যক্ষ মো. দুলাল হোসেন বলেন, পরীক্ষা শুরু হওয়ার আগে ৯টা ৪০ মিনিটে কেন্দ্রের ৬ নম্বর কক্ষের ফ্যানটি চলতে চলতে হঠাৎ খুলে পড়ে। এসময় তিন পরীক্ষার্থী আহত হয়। ফ্যানটি পড়ার সাথে সাথে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার এসে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে আহত পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়া শুরু করে এবং বেলা ১টা পর্যন্ত পরীক্ষা দেয়।
হাজী আহমাদ আলী আলিয়া কামিল এম.এ মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল মোনয়েম বলেন, ফ্যানটি তিন বছর আগে লাগানো হয়েছে। আজ চলতে চলতে হঠাৎ ভেতরের প্যাচ খুলে পড়ে যায়। এতে তিন শিক্ষার্থীর আঘাত পায়। তবে গুরুতর কিছু হয়নি।
কেন্দ্রে দায়িত্বে থাকা সিভিল সার্জনের মেডিকেল টিমের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এস.এম মনিরুজ্জামান বলেন, তিনজন শিক্ষার্থীর মধ্যে একজনের ডান হাতে, একজনের গালে ও আরেকজনের মাথায় একটু হালকা লেগেছে।
তবে কেউ গুরুতর আহত হয়নি। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই পরীক্ষা দিচ্ছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ বলেন, বিষয়টি আমাকে এখনো কেউ অবগত করেনি। আপনার মাধ্যমে জানতে পারলাম। আমি এখনই খোঁজ নিচ্ছি।