প্রতিনিধি ২৭ মে ২০২৩ , ১০:১৫:২৪
ঢাকা সফররত চীনা ভাইস মিনিস্টার সুন ওয়েইডংয়ের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রায় দুই ঘণ্টারও বেশি সময়ব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ঢাকা কিংবা চীন কোনপক্ষই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
সূত্রে জানা গেছে, রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু বৈঠকে আলোচনা হতে পারে।
এফওসিতে নেতৃত্ব দিতে চীনের ভাইস মিনিস্টার ওয়েইডং একটি প্রতিনিধিদল নিয়ে শুক্রবার (২৬ মে) রাতে ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিমানবন্দরে তাকে স্বাগত জানান।