নির্বাচন

জাহাঙ্গীরের মায়ের ইশতেহারে ‘হোল্ডিং ট্যাক্স’ মওকুফের ঘোষণা

  প্রতিনিধি ২৪ মে ২০২৩ , ১১:১৪:৫০

শেয়ার করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী টেবিলঘড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন ৯ দফা ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে নির্বাচিত হলে নগরবাসীর আগামী পাঁচ বছরের ‘হোল্ডিং ট্যাক্স’ (গৃহকর) মওকুফের ঘোষণা দিয়েছেন।

তিনি আরও বলেন, “আমি এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ‘টেবিলঘড়ি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি নির্বাচিত হলে গাজীপুরকে একটি আধুনিক স্মার্ট ক্লিন এবং গ্রিন সিটি হিসেবে গড়ে তুলব ইনশা আল্লাহ।”

তার ইশতেহারের ৯ দফা হচ্ছে প্রথম দফায় রাস্তাঘাট ড্রেনেজ ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, দ্বিতীয় দফায় সাধারণ বাড়ি ঘরের আগামী ৫ বছরের হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে। তৃতীয় দফায় বর্জ্য ব্যবস্থাপনা, চতুর্থ সড়ক বাতি ও নিরাপত্তা নিশ্চিত করা।

এ ছাড়া স্বাস্থ্য সেবা ও চিকিৎসাব্যবস্থা, মসজিদ মাদ্রাসার উন্নয়ন, শিক্ষা ও বিনোদন, শ্রমিক কল্যাণ মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন বলে উল্লেখ করেন জায়েদা।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content