প্রতিনিধি ৮ মে ২০২৩ , ১১:০৯:১৮
শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রঙিন পোশাকের এই সিরিজটি দেখা যাবে না কোনো বাংলাদেশি চ্যানেলে। কারণ কী?
সাধারণত টাইগারদের দ্বিপাক্ষিক সিরিজগুলো বাংলাদেশে সম্প্রচার করে দেশীয় টিভি চ্যানেলগুলো। বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের সম্প্রচার সত্ত্ব কিনেছে আইরিশ প্রতিষ্ঠান প্রিমিয়ার স্পোর্টস। তাদের থেকে ফিড কিনে খেলা দেখানোর কথা ছিল বাংলাদেশের চ্যানেলগুলোর। কিন্তু তিন ম্যাচের সিরিজে খেলা সরাসরি সম্প্রচারের যে মূল্য ধরেছে প্রিমিয়ার স্পোর্টস, সেটিকে অযৌক্তিক মনে করছে চ্যানেলগুলো। আর্থিক ক্ষতির শঙ্কা থাকায় চ্যানেলগুলো আগ্রহ দেখাচ্ছে না।
বাংলাদেশে দেখা না গেলেও সাকিব-তামিমদের ম্যাচগুলো দেখতে পারবেন ভারতীয় দর্শকরা। ফ্যানকোডের মাধ্যমে বাংলাদেশের খেলা দেখতে পারবেন দেশটির দর্শকরা। ইংল্যান্ডের কোনো টিভি চ্যানেলও দেখাবে না বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজটি। আয়ারল্যান্ডের সমর্থকরা প্রিমিয়ার স্পোর্টসের মাধ্যমে খেলা দেখার সুযোগ পাবেন।
নর্থ আমেরিকান দর্শকরা দেখতে পাবেন উইলো টিভিতে।
আগামীকাল বিকাল ৩টায় ইংল্যান্ডের চেমসফোর্ডে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ১২ এবং ১৪ই মে একই ভেন্যু ও সময়ে অনুষ্ঠিত হবে।