প্রতিনিধি ২৫ মে ২০২৩ , ১:১৭:০৯
দেশে ফের ধীরে ধীরে করোনা শনাক্ত বাড়ছে। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৫ শতাংশের বেশি। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৬৮ জন রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ৩৩ জন। ৬৮ জনের মধ্যে রাজধানীতে ৬৪ জন শনাক্ত হয়েছেন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৩৮ হাজার ৮০৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ২৫ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪৬ জন। গত ২৪ ঘণ্টায় ২৯ জন এবং এখন পর্যন্ত ২০ লাখ ৬ হাজার ১১৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৮৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯৪টি নমুনা সংগ্রহ এবং ১ হাজার ১৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৫৪ লাখ ১৫ হাজার ৯১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ২৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭৯০ জন এবং নারী ১০ হাজার ৬৫৬ জন।