খেলাধূলা

পাকিস্তান থেকে এশিয়া কাপ সরতে পারে বাংলাদেশ কিংবা শ্রীলংকায়

  প্রতিনিধি ৯ মে ২০২৩ , ৬:১৯:২৪

শেয়ার করুন

খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে ইডেনে কলকাতা নাইট রাইডার্স আর কিংস ইলেভেন পাঞ্জাব খেলার মাঝখানেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং শ্রীলংকা ক্রিকেট বোর্ডও নাকি ভারতের অনুসারী হয়েছে। পাকিস্তানে এশিয়া কাপ ক্রিকেট খেলার ব্যাপারে তাদের অনিহার কথা জানিয়ে দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক প্রভাবশালী কর্তা মঙ্গলবার রাতেই খবরের সত্যতায় সিলমোহর দেন এবং জানান এশিয়া কাপ পাকিস্তান থেকে সরে গিয়ে বাংলাদেশ কিংবা শ্রীলংকা সংগঠন করতে পারে। বাংলাদেশে খেলা হলে তা ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে হতে পারে। শ্রীলংকায় খেলা হলে তা হবে কলম্বো, গল এবং অন্য একটি জায়গায়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ওই কর্তা এটাও জানান যে শিগগিরই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় বিষয়টি চূড়ান্ত রূপ নেবে। কেন বাংলাদেশ এবং শ্রীলংকা ক্রিকেট বোর্ড এশিয়া কাপ খেলতে পাকিস্তান যেতে চাইছে না তা অবশ্য পরিষ্কার হয়নি। বিষয়টি ভারতীয় বোর্ডের উইশফুল থিংকিং নয়তো? বোর্ড কর্তা জানান, কদিনের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে। যদি পাকিস্তান তাদের হাত থেকে এশিয়া কাপ চলে যাওয়ায় এই টুর্নামেন্ট খেলতে অস্বীকৃত হয় তাহলে সৌদি আরবকে এশিয়া কাপে নেয়া হতে পারে বলে বোর্ড কর্তা জানান


শেয়ার করুন

আরও খবর

Sponsered content