নির্বাচন

বসিক নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয়ক টিম গঠন

  প্রতিনিধি ১৮ মে ২০২৩ , ৪:২২:৩২

শেয়ার করুন

আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন (বসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন সমন্বয়ক টিম গঠন করেছে আওয়ামী লীগ।

বুধবার (১৭ মে) রাতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ টিমটি গঠন করা হয়।

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় টিমের টিম লিডার হিসেবে রয়েছেন দলের কার্যনির্বাহী সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ। সমন্বয়ক হলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও যুগ্ম-সমন্বয়ক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান, মো. গোলাম কবীর রাব্বানী চিনু প্রমুখ।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content