প্রতিনিধি ২৪ মে ২০২৩ , ১১:১৮:০৫
আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) দেওয়া সকল প্রতিশ্রুতি বাংলাদেশ নিশ্চিতভাবেই পূরণ করতে সক্ষম হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর রয়টার্সের।
হ্যাঁ, আমরা প্রয়োজন সাপেক্ষে ঋণ নিয়েছি; আমাদের অগ্রগতির জন্য ঋণ ব্যবহারের সক্ষমতা আমাদের আছে এবং এর পাশাপাশি আমরা তা ফেরত দিতেও সক্ষম,” বলেন প্রধানমন্ত্রী।
বুধবার (২৪ মে) ব্লুমবার্গ আয়োজিত কাতার ইকোনমিক ফোরামে প্রধানমন্ত্রী বলেন, “আইএমএফ কেবল সেই দেশগুলোকেই সহায়তা করে, যারা তাদের নেওয়া ঋণ পরিশোধ করতে পারে; বাংলাদেশও এমনি একটি অবস্থানে রয়েছে। হ্যাঁ, আমরা প্রয়োজন সাপেক্ষে ঋণ নিয়েছি; আমাদের অগ্রগতির জন্য ঋণ ব্যবহারের সক্ষমতা আমাদের আছে এবং এর পাশাপাশি আমরা তা ফেরত দিতেও সক্ষম।”
আসন্ন নির্বাচনকে সামনে রেখে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশকে ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন দিয়েছে আইএমএফ।
ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের মধ্যে বর্তমানে বাংলাদেশ টাকার অবমূল্যায়ন, ডলার ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে ভুগছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দাম সুবিধাজনক হলে বাংলাদেশ রাশিয়া থেকে তেল কিনবে।