প্রতিনিধি ২৬ মে ২০২৩ , ১০:৫৪:৩৮
খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের ওপর হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে আব্দুল্লাহ আল নোমানের গাড়ি।
জানা গেছে, খাগড়াছড়ির কলাবাগান এলাকায় জেলা বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশে যোগ দিতে যাচ্ছিল আব্দুল্লাহ আল নোমান। এসময় তার গাড়ি নারিকেল বাগান এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় পার হলে দলটির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক নিপু আহমেদ বলেন, আমাদের পূর্ব নির্ধারিত জনসভায় যোগ দিতে আসার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের ওপর হামলা করে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার দাবি করছি।