আন্তর্জাতিক

ব্যাংকে অর্থ রাখাকে অনিরাপদ ভাবছেন অর্ধেক নাগরিক

  প্রতিনিধি ৬ মে ২০২৩ , ১১:৩১:৪২

শেয়ার করুন

প্রায় অর্ধেক মার্কিন নাগরিক ব্যাংকে রাখা অর্থের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এক গ্যালোপ জরিপে এই তথ্য জানা গেছে। সিলিকন ভ্যালি ও সিগনেচারের মতো বড় বড় দুটি ব্যাংকের পতনের এক মাস পর এই জরিপ চালায় গ্যালোপ। জরিপের ফলাফলে দেখা যায়, ৪৮ শতাংশ মার্কিনিই ব্যাংকগুলোকে আর ভরসা করছেন না।

জরিপে এক হাজারেরও বেশি মানুষকে প্রশ্ন করা হয়। এতে ১৯ শতাংশ জানান যে, তারা ব্যাংকে রাখা নিজেদের অর্থ নিয়ে ‘খুবই উদ্বিগ্ন’। অপরদিকে ২৯ শতাংশ জানিয়েছেন যে, তারা এ নিয়ে ‘সামান্য উদ্বিগ্ন’। অপরদিকে ৩০ শতাংশ জানিয়েছেন যে, তারা খুব একটা চিন্তিত নন এবং মাত্র ২০ শতাংশ জানিয়েছেন যে, তারা পুরোপুরি নিশ্চিন্ত।

২০০৮ সালের অর্থনৈতিক মন্দার পড়ে গ্যালোপ একই ধরণের একটি জরিপ চালিয়েছিল। সেসময় যে ফলাফল পাওয়া গিয়েছিল, এবারের জরিপে অনেকটা তেমন ফলাফলই দেখা গেছে। দেখা গেছে রিপাবলিকান সমর্থকরাই তাদের অর্থ নিয়ে বেশি উদ্বিগ্ন। রিপাবলিকানদের মধ্যে ৫৫ শতাংশই তাদের উদ্বেগের কথা জানিয়েছেন, যেখানে ডেমোক্রেটদের মধ্যে এই হার ৩৬ শতাংশ।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content