আন্তর্জাতিক

ব্রাজিলজুড়ে বার্ড ফ্লু সংক্রমণ ভায়াবহ আকার ধারণ করেছে

  প্রতিনিধি ২৩ মে ২০২৩ , ১২:১৬:৩৬

শেয়ার করুন

ব্রাজিল বিশ্বের বৃহত্তম মুরগির মাংস রপ্তানিকারক দেশ। গত বছর বিভিন্ন দেশে ৯৭০ কোটি ডলারের মুরগির মাংস রপ্তানি করেছে দেশটি। এবার সিঁদুরে মেঘ দেখছে তারা। ব্রাজিলজুড়ে বার্ড ফ্লু সংক্রমণ ভায়াবহ আকার ধারণ করেছে। কৃষিমন্ত্রী কার্লোস ফাভারো স্বাক্ষরিত একটি নথিতে জানিয়েছেন, পাখিদের মধ্যে অত্যন্ত ছোঁয়াচে প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সোমবার থেকে ১৮০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হলো।

ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমেল হেলথের নির্দেশিকা অনুসারে বন্য পাখিদের মধ্যে H5N1 এভিয়ান ফ্লু দ্বারা সংক্রমণ বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করে না। একটি খামারে বার্ড ফ্লু হলে সাধারণত পুরো পাল মারা যায় এবং আমদানিকারক দেশগুলি বাণিজ্য বিধিনিষেধ আরোপ করতে পারে। এখনও পর্যন্ত বন্য পাখিদের মধ্যে H5N1 এর ৮টি ঘটনা নিশ্চিত করা গেছে। যার মধ্যে সাতটি এসপিরিটো সান্তো রাজ্যে এবং একটি রিও ডি জেনেরিও রাজ্যে । দেশটির কৃষি মন্ত্রণালয় পরে বলেছে, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সম্পর্কিত মূল্যায়নের জন্য একটি জরুরি অপারেশন সেন্টার তৈরি করা হয়েছে।যদিও ব্রাজিলের প্রধান মাংস উৎপাদনকারী রাজ্যগুলি দক্ষিণে, তবে নিশ্চিত হওয়া কেসের পরে সরকার সতর্ক রয়েছে, কারণ বন্য পাখির এভিয়ান ফ্লু কিছু দেশে বাণিজ্যিক পালের মধ্যে সংক্রমণের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সপ্তাহান্তে, স্বাস্থ্য মন্ত্রক বলেছে যে, এসপিরিটো সান্তোতে মানুষের মধ্যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ৩৩ টি সন্দেহভাজন মামলার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো।

সেগুলোর ফল নেতিবাচক এসেছে। ব্রাজিল গত সপ্তাহে পাখিদের মধ্যে প্রথম H5N1 কেসটি নিশ্চিত করে।
সূত্র : রয়টার্স


শেয়ার করুন

আরও খবর

Sponsered content