সারাদেশ

ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকা

  প্রতিনিধি ৫ মে ২০২৩ , ৪:১৪:২০

শেয়ার করুন

রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকাল ছয়টার একটু আগে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল দোহার উপজেলায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ভূমিকম্পটি ছিল ৪.৩ মাত্রার। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, আজ সকাল ৫ টা বেজে ৫৭ মিনিট ৮ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। ভূমিকম্পটি হালকা মাত্রার বলে তিনি জানান।

ইউএসজিএস সূত্রে জানা যায়, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকার দোহার থেকে ১৪.২ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে, আজিমপুর থেকে ২৩.৪ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে এবং নারায়ণগঞ্জ থেকে ২৪.৭ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।


শেয়ার করুন