জাতীয়

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

  প্রতিনিধি ২১ মে ২০২৩ , ১০:৪৪:৪০

শেয়ার করুন

নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আসছে মর্মে দেশের একটি প্রতিষ্ঠিত জাতীয় দৈনিকে যে চাঞ্চল্যকর রিপোর্ট ছাপা হয়েছে এবং তাতে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেনের চীন কানেকশনের যে অভিযোগ আনা হয়েছে তার প্রতিবাদ করেছে মন্ত্রণালয়। রোববার সন্ধ্যায় ‘দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ’ শিরোনামে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রচার করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়- “২১ মে ২০২৩ দৈনিক কাল বেলা পত্রিকায় ‘মার্কিন নিষেধাজ্ঞা আসছে, প্রস্তুত সরকার’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। উক্ত সংবাদের একটি অংশে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে হেয় করতে, ‘তিনি মন্ত্রী হওয়ার আগে একটি চীনা প্রতিষ্ঠানের লবিস্ট হিসেবে কাজ করতেন’ মর্মে যা উল্লেখ করা হয়েছে তা সর্বৈব মিথ্যা ও ভিত্তিহীন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নামে এ ধরণের মিথ্যাচারের মাধ্যমে তার মানহানির পাশাপাশি সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এই মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।”


শেয়ার করুন