নির্বাচন

আজকে নৌকারই জয় হবে: আজমতউল্লাহ খান

  প্রতিনিধি ২৫ মে ২০২৩ , ৪:১৩:৩৪

0Shares

শেয়ার করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এডভোকেট আজমতউল্লাহ খান বলেছেন, গাজীপুরে আজকে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অনেকে অপপ্রচার চালিয়েছিল যে মানুষ ভোটকেন্দ্রে আসবে না। কিন্তু আজ সকাল থেকে শত শত মানুষ ভোটকেন্দ্রে হাজির হয়ে লাইনে দাঁড়িয়েছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। আজ সকালে টঙ্গী দারুস সালাম মাদরাসা কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা আজমতউল্লাহ খান।

তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার ১০ বছর পরে জনগণ যেভাবে হতাশ হয়েছে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে। সেই ভোটাররা সকাল থেকে লাইনে হাজির হয়ে অপেক্ষা করছে। আমি ভোটারদের ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আজকে নৌকারই জয় হবে। একটি দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়ার যে প্রত্যয় জনগণের, নৌকা প্রতীকে ভোট দিয়ে তারা নিজেই জয়ী হবে।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content