গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে মেয়র হওয়া স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন এবং তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত জাহাঙ্গীর আলম জানিয়েছেন, তারা মা-ছেলে জন্মগতভাবে আওয়ামী লীগ, সেটা কেউ মানুক আর না মানুক।
রোববার (২৮ মে) সকালে গাজীপুর থেকে একটি গাড়িবহর নিয়ে মাকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান জাহাঙ্গীর আলম। সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাহাঙ্গীর বলেন, ‘আমি জন্মগতভাবে আওয়ামী লীগ। এটা কেউ মানুক আর না মানুক, সেটা তাদের ব্যাপার। আমার মাও জন্মগতভাবে আওয়ামী লীগ। আমরা মহান নেতা বঙ্গবন্ধুর কাছে এসেছি, নেত্রীর বাড়িতে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা সহযোগিতা চাই।’
বহিষ্কারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি আমার বিষয় না, দলের বিষয়। দল যা ভালো বুঝবে সেটাই করবে।’
গাজীপুরের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন সাংবাদিকদের বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়নে আমি সকলের সহযোগিতা নেব। সকলের সঙ্গে মিলেমিশে, সহযোগিতা নিয়ে উন্নয়নের কাজ করব। উন্নয়নের কাজে আমার ছেলে জাহাঙ্গীরও সঙ্গে থাকবে।’
গত বৃহস্পতিবার (২৫ মে) গাজীপুর সিটি করপোরেশনের তৃতীয়বারের নির্বাচনে ১৬ হাজারের বেশি ভোটে নৌকার প্রার্থী আজমত উল্লা খানকে পরাজিত করেন মেয়র হন জায়েদা খাতুন। মূলত ভোটের লড়াইয়ে টিকতে না পেরে মাকে সামনে রেখে লড়াই চালিয়ে যান জাহাঙ্গীর আলম। এজন্য মায়ের বিজয়কে সবাই জাহাঙ্গীর আলমের বিজয় হিসেবেই দেখছেন।
মাকে বিজয়ী করে ক্যারিশমা দেখানোর পর দল থেকে আজীবনের জন্য বহিষ্কৃত হওয়া জাহাঙ্গীর আলম আবার আওয়ামী লীগে ফিরতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এ ব্যাপারে আওয়ামী লীগের নীতিনির্ধারণী কেউ মুখ খুলছেন না।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ