আন্তর্জাতিক

ইসরায়েলী বাহিনীর গুলিতে ফিলিস্তিনের ৩জন নিহত

  প্রতিনিধি ২২ মে ২০২৩ , ১০:৩৭:০৮

0Shares

শেয়ার করুন

ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন আরও তিন ফিলিস্তিনি। পশ্চিম তীরের নাবলুস শহরের একটি শরনার্থী শিবিরে সোমবার এক অভিযানের সময় এই ফিলিস্তিনিদের হত্যা করে ইসরাইলের সেনাবাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে আরব নিউজ।

খবরে জানানো হয়, নিহত ফিলিস্তিনিরা হচ্ছেন মোহাম্মদ আবু জায়তুন (৩২), ফাতি আবু রিজক (৩০) এবং আব্দুল্লাহ আবু হামাদ (২৪)। এ নিয়ে ইসরাইলি বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। তবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ‘আল-আকশা শহীদ’ ব্রিগেড জানিয়েছে, তাদের তিন যোদ্ধা ইসরাইলি হামলায় নিহত হয়েছে।

১৯৬৭ সাল থেকে ইসরাইল পশ্চিম তীরে দখলদারিত্ব চালাচ্ছে। সেখানে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি বাস করে। এছাড়া বিভিন্ন বসতি স্থাপনের মাধ্যমে প্রায় ৫ লাখ ইসরাইলি এই এলাকায় বাস করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি অবৈধ। ইসরাইল প্রায়ই পশ্চিম তীরে অভিযান চালায় এবং এতে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু থাকে প্রায়ই।

শুধুমাত্র এ বছরই ইসরাইল-ফিলিস্তিন সংঘাত সম্পর্কিত সহিংসতায় ১৫৩ ফিলিস্তিনি এবং ২০ ইসরাইলি নিহত হয়েছেন।

 


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content