সারাদেশ

কুমিল্লায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

  প্রতিনিধি ১ মে ২০২৩ , ১২:২৩:৫৬

শেয়ার করুন

কুমিল্লার দাউদকান্দিতে সন্ত্রাসীদের গুলিতে জামাল হোসেন (৪০) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।
রোববার রাত ৮টার দিকে উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত জামাল হোসেন কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এবং একই উপজেলার নোয়াগাও (জিয়ারকান্দি) গ্রামের ফজলুল হকের ছেলে।

কুমিল্লার দাউদকান্দিতে সন্ত্রাসীদের গুলিতে জামাল হোসেন (৪০) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

 

রোববার রাত ৮টার দিকে উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত জামাল হোসেন কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এবং একই উপজেলার নোয়াগাও (জিয়ারকান্দি) গ্রামের ফজলুল হকের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ (রোববার) রাত ৮টার দিকে গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় সন্ত্রাসীরা গুলি চালায়। এতে জামাল হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো: মোয়াজ্জেম আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসকরা বলেন, নিহতের বুকে গুলির চিহ্ন দেখা গেছে।

এদিকে, ঘটনার পর গৌরীপুর বাজারে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঞা বলেন, গৌরীপুর বাজারে যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে শুনেছি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content