বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। সোমবার দুপুর ১টার দিকে রাজধানীর গুলশানে গোয়েন লুইসের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি প্রতিনিধি দলে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মানবজমিনকে বলেন, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বিএনপি প্রতিনিধি দলকে দুপুরে মধ্যাহ্নভোজের দাওয়াত দিয়েছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ মধ্যাহ্নভোজে অংশ নেন।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ