জাতীয়

ডিএনসিসির চিফ হিট অফিসার বুশরা ‘করোনা আক্রান্ত’

  প্রতিনিধি ৫ মে ২০২৩ , ৪:৩৩:১০

0Shares

শেয়ার করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনে সদ্য নিয়োগ পাওয়া ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (৫ মে) দুপুরে নমুনা পরীক্ষার পর তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

বুশরা আফরিনের ফুফাতো ভাই তৌফিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে বুশরা বাড়িতে আইসোলেশনে রয়েছেন। বৃহস্পতিবার তার গায়ে জ্বর ও কাশি ছিল। বাড়িতেই তার চিকিৎসা চলছে।

এর আগে, গত ৩ মে এক অনুষ্ঠানে বুশরাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ‘চিফ হিট অফিসার’ হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের সঙ্গে ঢাকা উত্তর সিটির একটি চুক্তির অধীনে তিনি এই দায়িত্ব পালন করবেন।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content