রাজনীতি

বাংলাদেশ নির্বাচন কমিশন স্বাধীন : শাজাহান খান

  প্রতিনিধি ২৬ মে ২০২৩ , ১১:৫০:০২

0Shares

শেয়ার করুন

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান বলেন, বাংলাদেশে নির্বাচন হবে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবেই হবে। এখানে নির্বাচন কমিশন স্বাধীন। ক্ষমতায় আসতে হলে দেশের জনগণের কাছে গিয়ে ভোট চান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আপনারা অংশ না নেন, তাহলে রাজনৈতিক দল হিসেবে আপনাদের মৃত্যু হবে।

শুক্রবার (২৬ মে) বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সংগঠনের সহ-সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় ও মহানগর যুবলীগের নেতারা।

শাজাহান খান বলেন, নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেন। জনগণের জানমালের নিরাপত্তায় ব্যাঘাত ঘটালে রাজপথেই দাঁতভাঙ্গা জবাব পাবেন। গুম-খুনের রাজনীতি শুরু করেন জিয়া। তিনি ক্ষমতায় এসে বহু মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিলেন। বিভিন্ন সময়ে ক্ষমতায় টিকে থাকতে অনেককে হত্যা করেন।

জিয়ার মরণোত্তর বিচার দাবি করে শাজাহান খান বলেন, বঙ্গবন্ধু হত্যায় জিয়ার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায় খুনিদের পুরস্কার হিসেবে বিভিন্ন দেশের দূতাবাসে চাকরি দেওয়ার মাধ্যমে। পাকিস্তানি ভাবধারায় জয় বাংলা স্লোগান বাদ দিয়ে বাংলাদেশ জিন্দাবাদ চালু করেছিলেন।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content