আমরা বিএনপির সাথে খেলতে চাই কিন্তু বিএনপি বার বার নির্বাচন থেকে পালিয়ে বেড়ায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বিএনপির নির্বাচন প্রতিহতের ঘোষণা গণতন্ত্রকে প্রতিহত করার সামিল বলেও মন্তব করেন তিনি।
সোমবার (৮ মে) তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
এ সময় তথ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিতে পারে কিন্তু নির্বাচন বানচাল করার অধিকার তাদের নাই।।
প্রধানমন্ত্রীকে বিশ্ব নেতৃবৃন্দ যে সম্মান জানাচ্ছেন, যে মর্যাদা দিয়েছেন তাতে বিএনপির অনুধাবন করা উচিত বিশ্বনেতারা প্রধানমন্ত্রীকে কি চোখে দেখেন।
ড.ইউনুসকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী বলেন, এক জন নোবেলজয়ী শ্রমিকের পাওনা বুঝিয়ে দেয়নি।। সেটা আইনজীবীর মাধ্যমে অনৈতিকভাবে মিটমাটের চেষ্টা করেছে। নোবেল পুরস্কারকে প্রশ্নবিদ্ধ করছে, পুরস্কারকে অসম্মান করছে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ